কক্সবাজারের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র দাখিল
- আপডেট সময় : ০৫:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।
অভিযোগ পত্রে ২৯ জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ১৫ জন কারাগারে ও ১৪ জন এখনো পলাতক রয়েছে। গত বছর ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লম্বাশিয়া ‘ডি’ ব্লকে আরকান রোহিঙ্গা সোসাইটির কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর মুহিববুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তার ১৫ জনের মধ্যে ৪ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে ৩ জন সাক্ষীও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ হত্যাকাণ্ডে ৩৬ জন জড়িত হলেও ৭ জনের ঠিকানা সনাক্ত করা যায়নি। ফলে, ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।