দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রীর ভাইয়ের জামিন আবেদন খারিজ করেছে হাইকোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই- খন্দকার মোহতেশাম হোসেনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। গত ২৪ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম সাবেক মন্ত্রীর ভাই মোহতেশাম হোসেন বাবরের জামিন নামঞ্জুর করেন। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। এ মামলায় ২০২০ সালের ২৬ জুন ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে ঢাকার কাফরুল থানায় মামলা দায়ের করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ।