ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে জামিন দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহেদুল কবির তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সুত্র জানায়, রাঙ্গামাটিতে একটি রেস্টুরেন্ট ইজারাকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য নাজনীন আনোয়ারের সঙ্গে বিরোধ বাধে স্থানীয় জেলা প্রশাসনের। এ নিয়ে নিজের গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহী। এতে ক্ষুব্ধ হয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে আদালতে মামলা করেন নাজনীন আনোয়ার। ওই মামলায় ফজলে এলাহীকে গ্রেফতার করলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। একদিন পর ৭ দিনের জামিন দেয় আদালত। দুপুরে ওই মামলায় হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন ফজলে এলাহী। আদালত আগামী শুনানী পর্যন্ত তার জামিন আবেদন মঞ্জুর করেন।