কুসিক নির্বাচনে ইভিএম নিয়ে ভোগান্তির অভিযোগ করেন প্রার্থী ও ভোটাররা
- আপডেট সময় : ০৮:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি করপোরেশনে ভোট গ্রহণে বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানান মেয়র প্রার্থীরা। তবে ইভিএমে ভোট দেয়া নিয়ে ভোগান্তির অভিযোগ করেন প্রার্থী ও ভোটাররা।
সকাল ৮টায় শুরু হয় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটযুদ্ধ।
শুরুতে ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে বৃষ্টির বাগড়ায় কিছুটা ছন্দপতন ঘটে।
ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও, ইভিএম নিয়ে অভিযোগ ভোটারদের।
সকাল দশটার মধ্যে নিজ নিজ কেন্দ্র ভোট দিয়েছেন প্রধান তিন মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত, মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
অনেক কেন্দ্রে ইভিএম ঠিক ভাবে কাজ করছে না বলে অভিযোগ করেন সাবেক মেয়র ও বিএনপির বহিস্কৃত নেতা মনিরুল হক সাক্কু।
ভোটের পরিবেশ নিয়ে কিছুটা অসন্তুষ্টির কথা জানান অপর স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে; ইভিএম নিয়ে বড় কোনো অভিযোগ নেই বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
তৃতীয়বারের মতো হচ্ছে কুমিল্লা সিটি নির্বাচন। এবার সব ভোটকেন্দ্রই রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ভোটকেন্দ্রের আশপাশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।