৮ লাখ ৩০ হাজারের তালিকা থেকে ৫৮ হাজার রোহিঙ্গা নাগরিক শনাক্ত মিয়ানমারের
- আপডেট সময় : ০৮:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
৮ লাখ ৩০ হাজারের তালিকা থেকে মাত্র ৫৮ হাজার রোহিঙ্গাকে মিয়ানমার শনাক্ত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, মিয়ানমারের নতুন সরকার রোহিঙ্গা ইস্যুতে আলোচনা শুরু করেছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
আগামী ১৯ ও ২০শে জুন নয়াদিল্লিতে সপ্তমবারের অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যে যৌথ কনসালটেটিভি কমিশন-জেসিসি’র বৈঠক। ওই বৈঠকে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বৈঠকে তিস্তার পানি চুক্তিসহ অমীমাংসিত এবং স্পর্শকাতর ইস্যুগুলোত আলোচনার টেবিলে তুলতে চায় বাংলাদেশ।
রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের সাথে জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকের সবশেষ অগ্রগতিও জানান পররাষ্ট্রমন্ত্রী।
এরআগে ভাই সাবেক অর্থন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের স্মরণ সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জাব্বার, প্রবাসী কল্যানমন্ত্রী ইমরান আহম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন।