সক্ষমতার অভাবে নির্দিষ্ট মেয়াদে স্বাস্থ্য মন্ত্রনালয়ে বরাদ্দ অর্থ ব্যয় সম্ভব হয় না : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
সক্ষমতার অভাবে নির্দিষ্ট মেয়াদে স্বাস্থ্য মন্ত্রনালয়ে বরাদ্দ অর্থ ব্যয় সম্ভব হয় না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া অর্থ ছাড়ে দেরি, করোনা মহামারীসহ নানাবিধ জটিলতাকেই দুষলেন তিনি। রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে গোলটেবিল বৈঠকে এ সব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘কেমন হল স্বাস্থ্য বাজেট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন মন্ত্রী জাহিদ মালেক।
বৈঠকে ২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য মন্ত্রণালয়কে ডিজিটালাইজড করার উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের চিকিৎসা ব্যয় কমানোর পাশাপাশি সেবা খাতকে আরো মজবুত ও শক্তিশালী করা হবে।
নির্দিষ্ট মেয়াদে বরাদ্দ পাওয়া অর্থ, স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যয় করতে না পারার ব্যাখ্যাও দেন তিনি।
তামাকের ওপর আরো কর বৃদ্ধির অভিমত জানিয়ে জাহিদ মালেক বলেন, তামাকজাত দ্রব্য থেকে যে রাজস্ব আসে তার চেয়ে বেশি অসুখে খরচ হয়।