পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ ১৬ হাজার ৯৩৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী নৌকা প্রতীকের প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান পেয়েছেন ১১ হাজার ৩৩৭ ভোট।গতরাত সাড়ে ১০টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কায়ছার মোহাম্মদ। এ ইউনিয়নে ১৬টি ভোট কেন্দ্রে ভোটার ছিল ৩৮ হাজার ২৫৭ জন।