বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত পাঁচদিনে ১০ জনের মৃত্যু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত পাঁচদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১১ জুন চারজন মারা যান। সবশেষ গতকাল একজনের মৃত্যু হয়েছে।
বুধবার বান্দরবান সিভিল সার্জন ডা. নীহারঞ্জন নন্দী বলেন, বর্ষার শুরুতে বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে সাধারণত ডায়রিয়ার প্রকোপ দেখা যায়। অসচেতনতা ও সুপেয় পানির অভাবে এটা হয়। এবার থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের কয়েকটি পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত গত পাঁচদিনে এ রোগে আক্রান্ত হয়ে থানচিতে ৯ ও আলীকদমে একজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, আক্রান্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেডিকেল দল কাজ করছে এবং পর্যাপ্ত ওষুধ পাঠানো হয়েছে। বিশুদ্ধ পানির অভাবে এ ডায়রিয়া বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।