নির্বাচনের পরদিন কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ
- আপডেট সময় : ০৬:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৭০২ বার পড়া হয়েছে
নির্বাচনের পরের দিন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে বেশ কয়েক জন। এতে থমথমে অবস্থা বিরাজ করছে শহরে। এদিকে, অনেক নাটকীয়তার পর মেয়র পদের ফলাফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছের নগরবাসী।
সিটি নির্বাচনের পরদিন থমথমে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা।
মেয়র পদের ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া জানান সাধারণ ভোটাররা।
নির্বাচনের পরদিন সকাল থেকেই বেশ কয়েকটি এলাকায় বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে সংঘর্ষের ঘটনায় আহত হয় বেশ কয়েকজন ।
স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহার জানান, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ প্রার্থীকে হারানোর চেষ্টা করা হয়েছিল, এলাকায় থাকায় সে ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে।
নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত দিনভর তার বাসভবনে থেকে নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, সাবেক মেয়রদের পরামর্শ নিয়ে কাজ করবেন।
সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বাসভবনে অবস্থান করলেও অসুস্থতার কারণে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন নি।
নির্বাচন-পরবর্তী বড় কোন সহিংসতা যাতে না হয়, সে জন্য প্রশাসনের কঠোর নজরদারি চান স্থানীয়রা।