দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রশাসনিক অদক্ষতার কারণে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়। ইজারাদারের কাছ থেকে সময়মতো টাকা আদায় না করা এবং পৌরসভার হাট-বাজারে ইজারার টাকা তুলতে করণীয় ঠিক করতে পারেননি তিনি। ২০১৭-১৮ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগ থেকে ৬৪ লাখ টাকা বরাদ্দ থাকলেও কোন নির্দেশনা ছাড়াই ২ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ৬০৫ টাকার টেন্ডার করে। ২০২০-২১ অর্থবছরে পরবর্তী ৩ বছরের বরাদ্দ থেকে তা সমন্বয় করার কারণে কোনও টেন্ডার করা হয়নি। এটা বিধিসম্মত হয়নি মর্মে অভিযোগ প্রমাণিত হয়েছে। মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম স্থানীয় বিএনপি নেতা।