বৃক্ষ রোপণের পাশাপাশি চাষাবাদেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেনাবাহিনী : সেনা প্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দেশের খাদ্য ঘাটতি পূরণে বৃক্ষ রোপণের পাশাপাশি চাষাবাদেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেনাবাহিনী। জানালেন বাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সকালে বৃক্ষরোপণ অভিযান-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এসময়ে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে টেলি কনফারেন্সের মাধ্যমে দেশের সব সেনানিবাসে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন সেনাপ্রধান। আড়াই মাসব্যাপী এ কর্মসূচির মধ্য দিয়ে সব সেনানিবাসে বৃক্ষরোপণ শুরু হয়েছে। এ বছর বাহিনীর পক্ষে আড়াই লাখ চারা রোপনের তথ্য দেন তিনি। করোনা সংক্রমন বাড়ছে উল্লেখ করে সেনাপ্রধান সবাইকে সচেতন থাকার আহবান জানান।