আধুনিক ও শক্তিশালী দুটি টাগবোট যুক্ত হলো চট্টগ্রাম বন্দরে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
দেশের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী দুটি টাগবোট যুক্ত হলো চট্টগ্রাম বন্দরের বহরে। এতে প্রধান এই সমুদ্র বন্দরের সক্ষমতা বহুগুনে বৃদ্ধি পাবে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
১৯০ কোটি টাকা দামের চায়না টাগবোট দুটি চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে নোঙ্গর করে। বোটগুলো পরিদর্শনের পর চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান জানান, অত্যাধুনিক এই টাগবোট দুটি অন্তত ১০ হাজার কন্টেইনারবাহী মাদার ভেসেলকে অনায়াসে বার্থিং করাতে পারবে। এছাড়া নদী ও সাগরে অগ্নিনির্বাপনে কাজের পাশাপাশি দুর্ঘটনার কবলে পড়া জাহাজ উদ্ধারের সক্ষমতা রয়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বে-টার্মিনালের জন্য এগুলো কেনা হয়েছে বলেও জানান তিনি। ৬ হাজার ৩শ’ হর্সপাওয়ার ইঞ্জিন সক্ষমতার টাগবোট দুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে ৩৬০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে অপারেশন করতে পারবে বলেও জানানো হয়।