মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট নবায়ন করছে হাইকমিশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে এক লাখ ১১ হাজার ৮৩টি পাসপোর্ট নবায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী কর্মীদের দ্রুততম পাসপোর্ট সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাইকমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনার সময় ও করোনার পরে হাইকমিশন প্রবাসীদের সুবিধার্থে ৫০টি পোস্ট অফিসের মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে পাসপোর্ট বিতরণ করে ।এসময় পোস্ট অফিসের মাধ্যমে ১ লাখ ৫ হাজার ৪৫০, হাইকমিশন থেকে সরাসরি ৫ হাজার ৬৩৩টি পাসপোর্ট বিতরণ করা হয়। এছাড়া পোস্ট অফিসের মাধ্যমে হাইকমিশনে নতুন পাসপোর্টের -রিনিউ এর জন্য ১ লাখ ২৪৭টি আবেদন জমা পড়ে ।