বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৪:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৯৩৯ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।সকালে শহরের এইচএস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবদল। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি মিজানুর রহমান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাশি, সাংগঠনিক সম্পাদক মুক্তাক আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।আলোচনা সভায় বক্তারা, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে তার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয় ও পরে শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম ও এতিমদের খাবার বিতরন করা হয়েছে।
শুক্রবার শহরের একটি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় এ কর্মসূচি পালন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জয়পুরহাট শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম,জুয়েল, তৌফিক এলাহীও আব্দুল মতিন,জেলা যুবদলের সাবেক কোষাধ্যক্ষ রাশেদ মন্ডল,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, যুবদল নেতা তারেক,শহর ছাত্র দলের আহবায়ক মাহফুজ শুভ,কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহবায়ক নাইম ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।