অব্যাহত বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধস
- আপডেট সময় : ০৩:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় আলাদা দুটি পাহাড়ধ্বসে দুই সহোদর ভাইসহ চার জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস বলছে অতিরিক্ত বৃষ্টির পানি ধারণ করতে না পেরে পাদদেশ কেটে গড়ে তোলা বসত বাড়ির ওপর ধসে পড়ে পাহাড়ের মাটি। যার নিচে চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে বৃষ্টির সময় ঝুঁকিপুর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হলেও অনেকে সরে যায়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে।
নগরীর আকবরশাহ লেকসিটি এলাকার এই পাহাড়ের ঢাল কেটে এভাবেই বসতি গড়ে তুলেছে অসংখ্য পরিবার। পাহাড়ের পাদদেশেও আছে ঝুঁকিপুর্ণ বসতি। স্থানীয়ভাবে যা বরিশাল ঘোনা নামে পরিচিত।
গতরাতের বৃষ্টিতে পাহাড়ের ঢাল কেটে গড়ে তোলা একটি বাড়ির ওপর ধ্বসে পড়ে মাটি। যার নিচে চাপা পরে মৃত্যু হয় দুই ভাইয়ের।
কিছুটা দূরে বিজয়নগরের আরেকটি পাহাড়েও ধ্বসের ঘটনা ঘটে রাতে। এই ঘটনায়ও দুই জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস বলছে, দুই ঘটনায় ৪ জনের মরদেহসহ আহত অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করা হয়েছে।
মৌসুমী বৃষ্টির প্রভাবে গেল তিন দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। এতে পাহাড় ধ্বসের আশংকা জানিয়ে পাদদেশে বসবাসরতদের নিরাপদে সরে যেতে প্রচারণা চালাচ্ছে জেলা ও পুলিশ প্রশাসন। কিন্তু বরাবরের মতো প্রশাসনের সতর্কতা গুরুত্ব দিচ্ছেনা বাসিন্দারা। তবে পাহাড় ধ্বসে হতাহতের পর কঠোর হবার ঘোষণা দিয়েছে পুলিশ।
প্রতিবছরই পাহাড় ধ্বসে হতাহতের ঘটনা ঘটে চট্টগ্রামে। ঘটনার পর পাহাড়ের পাদদেশে বসবাস করা মানুষ উচ্ছেদে অভিযান চালায় জেলা
প্রশাসন। কিন্তু দিন দিন পাহাড় কেটে গড়ে তোলা বসতির সংখ্যা বাড়ছেই। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও।