হঠাৎ করে আবারো করোনা সংক্রমণের চোখ রাঙ্গানী
- আপডেট সময় : ০৩:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
হঠাৎ করে আবারো করোনা সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। খুব দ্রুত আগাম প্রস্তুতির পরামর্শ দিয়ে তারা বলেছেন, অন্যত্থায় দেশ ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে। বিমান বন্দরসহ দেশের সব প্রবেশমুখে বাড়তি সতর্কতার পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী সবাইকে বিধি-নিষেধ মানার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আড়াই বছর ধরে করোনা ঝুঁকিতে বিশ্ববাসী। এ সময়ে উত্তাল দু’টি ঢেউয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এবার নতুন আরেকটা ঢেউয়ের মুখোমুখি বাংলাদেশসহ গোটা বিশ্ব।
কয়েক মাস স্বাভাবিক পরিস্থিতির পর জুনের দ্বিতীয় সপ্তাহে হুট করে করোনা শনাক্তের হার বাড়তে শুরু করে। নতুন করে জনমনে উদ্বেগ দেখা দেয়।
দেশের দায়িত্বশীলরাও করোনা সংক্রমনের বিষয়ে নড়েচড়ে বসেন।
সংক্রমন ছড়িয়ে পড়ার আগেই, সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকার আওতায় নেয়ার প্রতি তাগিদ দেন বিশেষজ্ঞরা।
সংক্রমিত দেশ থেকে আগতদের বিষয়ে বিমানবন্দর ও স্থলবন্দরসহ দেশের সব প্রবেশ পথে বাড়তি সতর্কতার পরামর্শ দেন তারা।
আগাম প্রস্তুতি না নিলে, করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
করোনায় দেশে ১৯ লাখ ৫৫ হাজার মানুষ আক্রান্ত হয়।এদের মধ্যে মারা গেছে ২৯ হাজার ১৩১ জন।