রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএফইউজে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের নিয়োগপত্র, নিয়মিত বেতনভাতা ও বকেয়া পরিশোধসহ ৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে।
সকালে নগরীর দড়িখড়বোনা মোড়ে এই কর্মনুচি পালিত হয়। সমাবেশে বিএফইউজে’র সাবেক সভাপতি সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারার কঠোর সমালোচনা করে বলেন, সাংবাদিকদের আপত্তির পরও সরকার এই আইনটি পাশ করেছিল। ফলে সাংবাদিকতার কণ্ঠরোধ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক। এসময় আরো বক্তব্য রাখেন, বিএফইউজের মহাসচিব দীপ আজাদ ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। সমাবেশে দেশের সকল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও অংশ নেন। পরে বিএফইউজের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।