মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই : বিসিআই সভাপতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ- বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।
দুপুরে মতিঝিলের বিসিআইসি ভবনে বাজেট প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। বাজেটের ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ কোটি টাকার উপর ঋণ শিল্প বিকাশের অন্তরায় বলে মনে করেন তারা। কুটির ও ক্ষুদ্র শিল্প খাতে সব ধরণের ইউটিলিটির উপর ভ্যাট অব্যাহতির সুপারিশ করে বিসিআই। স্বচ্ছ, দ্রুত, আধুনিক, যুগোপযোগী এবং সবাইকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে ডিজিটাল ব্যবস্থার প্রস্তাব করেন বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।