বন্যা দুর্গতদের চিকিৎসায় ইতিমধ্যে ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সিলেটসহ দেশের বিভিন্ন বন্যা দুর্গতদের চিকিৎসায় ইতিমধ্যে ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বন্যাকবলিত জেলা-উপজেলাতে আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। বন্যার কারণে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালে পানি ঢোকায় এবং রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন বলেও জানান তিনি। সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মিসেস নীনা রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগমসহ আরো অনেকেই। পরে, মৃদুলা আক্তারকে সভাপতি ও আনোয়ারা বেগমকে সাধারণ সম্পাদক করে জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।