ডনবাসে রুশ সেনাদের বিরুদ্ধে প্রাণপণ লড়ে চলেছে ইউক্রেনীয় বাহিনী
- আপডেট সময় : ০৯:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাসে রুশ সেনাদের বিরুদ্ধে প্রাণপণ লড়ে চলেছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে, যুদ্ধ-বিধ্বস্ত কিয়েভে আকস্মিক সফর করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউক্রেন সফরে গেলেন বরিস। তার সফরকে কেন্দ্র করে ইউক্রেনের ইইউ’র সদস্য হওয়ার সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
গতকাল কিয়েভ সফর করেন বরিস জনসন। ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তাদের দৃঢ় ও অটল সমর্থন অনেক দিন থেকে প্রমাণিত হয়েছে। বরিসকে আবার কিয়েভে দেখে স্থানীয় জনগণ আনন্দিত। বৃটিশ প্রধানমন্ত্রীকে রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত কিয়েভ এবং এর আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখানো হয়। এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের ইইউতে যোগদানের বিষয়টি ঘনিষ্ঠভাবে অনুসরণ করছে তারা। বিশেষ করে, ২৭ সদস্যের ব্লকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাবে। সে দিকেই নজর রাখা হচ্ছে।