‘আন্তর্জাতিক ফ্যামিলি রেমিট্যান্স দিবস’ উদযাপন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
‘আন্তর্জাতিক ফ্যামিলি রেমিট্যান্স দিবস’ উদযাপন করলো নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট।
এ উপলক্ষে কন্স্যুলেট ভবনে ‘রেমিট্যান্স ও উন্নয়ন’ শিরোনামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ সহিদুল ইসলাম। মূল বক্তব্য দেন নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী দেবশ্রী মিত্র। সমাবেশে বক্তারা বৈধপথে রেমিট্যান্স বাড়াতে ডলারের মূল্যমান অভিন্ন করা ও প্রেরিত অর্থের ওপর বোনাস আড়াই শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার আহ্বান জানান। দেবশ্রী মিত্র তার উপস্থাপনায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহের হালচিত্র তুলে ধরেন এবং এ প্রবাহ বাড়ানোর বিষয়ে সরকারের দেয়া নানা সুযোগ-সুবিধা বর্ণনা দিয়ে বলেন, বৈধভাবে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করেছে সরকার।