সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বেশির ভাগ স্থানে পানি উঠে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
অবিরাম ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ পৌরশহরের সবকটি সড়ক পানিতে তলিয়ে গেছে।
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বেশির ভাগ স্থানে পানি উঠে যাওয়া সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সারা রাত বিদ্যুৎবিছিন্ন ছিল পুরো শহর। কোনো সহায়তাও পাচ্ছে না আশ্রয় কেন্দ্রের বানভাসী মানুষ। পানিবন্দি মানুষকে উদ্ধার করার মতো কোনো যানবাহন অথবা নৌকা ছিল না। ছিল না প্রশাসন বা জনপ্রতিনিধিদের তৎপরতা। আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, আগামী আরও কয়েকদিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।