চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, ষোলোশহর, বাকুলিয়া, চক্তাই, খাতুনগঞ্জসহ নিচু এলাকা তলিয়ে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
মৌসুমী বৃষ্টি ও জোয়ারের পানিতে এক দিনের ব্যবধানে ফের তলিয়ে গেছে চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, ষোলোশহর, বাকুলিয়া, চক্তাই, খাতুনগঞ্জসহ নিচু এলাকা।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে গত ৫ দিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। সকাল থেকে মাঝারি বৃষ্টিতে নর্দমাগুলো পানিতে ভরে যায়। বিকেলে মুষলধারার বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর নিচু এলাকাগুলো। এতে দুর্ভোগে পড়ে অফিস শেষে ঘরে ফেরা মানুষ। রাস্তাঘাট ছাপিয়ে বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢোকায় ভোগান্তি বেড়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, বৃষ্টির সময় সাগরে জোয়ার থাকায় পানি নামতে পারেনি। এই কারণেই জলজটের সৃষ্টি হয়েছে। এদিকে, অতি বৃষ্টিতে পাহাড় ধসের আশংকা করছে আবহাওয়া অফিস। জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হচ্ছে