কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়ায় বজ্রপাতে তিন নৌকা শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়ায় বজ্রপাতে তিন নৌকা শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
সকালের দিকে উত্তর ধূরুং ইউনিয়নের চুল্লার পাড়ায় বজ্রপাতে এ ঘটনা ঘটে। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দার জানান, স্থানীয়রা বজ্রপাতে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। চুল্লার পাড়ার মোঃ ইমতিয়াজ, দক্ষিণ ধূরুং গ্রামের মোঃ করিম ও পেকুয়া উপজেলার রমজান আলী মারা যান। একই ঘটনায় কুতুবদিয়ার যুবক মোঃ আক্কাস আহত হয়। হতাহত সবাই নৌ শ্রমিক।