শ্রীলঙ্কায় জ্বালানী তেলের সংকট এখন চরমে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় জ্বলানি তেলের সংকট এখন চরমে। জ্বালানি স্টেশনে হামলা চালালে বিক্ষোভকারীদের দমনে গুলি করেছে সেনাবাহিনী।
সেনা মুখপাত্র নীলান্ত প্রেমারত্নে জানিয়েছেন, গতকাল রাতে কলম্বো থেকে ৩৬৫ কিলোমিটার উত্তরে ভিসুভামাডুতে সৈন্যরা গুলি চালায়। এ সময় প্রায় ২০ থেকে ৩০ বিক্ষোভকারী সেনাবাহিনীর ওপর পাথর ছোড়ে। এতে সেনাবাহিনীর গাড়ির ব্যাপক ক্ষতি হয়। পুলিশ জানিয়েছে, অস্থিরতা নিয়ন্ত্রণে সেনাবাহিনী প্রথমবারের মতো গুলি চালালো। এতে চার বেসামরিক নাগরিক এবং তিন সেনা সদস্য আহত হয়। পাম্পে তেল ফুরিয়ে যাওয়ার পরই বিক্ষোভকারীরা আন্দোলন শুরু করে। একপর্যায়ে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির বিভিন্ন তেল পাম্পে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।