৭ উইকেটে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ
- আপডেট সময় : ০২:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ব্যাটারদের ব্যর্থতার চড়া মাশুল দিলো বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টে হারলো বড় ব্যবধানে। ৭ উইকেটে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ।
চতুর্থ দিন জয় থেকে মাত্র ৩৫ রান দূরে ছিলো ক্যারিবীয়রা, হাতে ছিলো ৭ উইকেট। এ দিন স্বাগতিকদের কোন বিপদ হতে দেননি আগের দিনের দুই অপরাজিত ব্যাটার- জন ক্যাম্পবেল ও জার্মেইন ব্লাকউড। এই দুইয়ের অপরাজিত ৭৯ রানের জুটিতে সহজ জয় পায় উইন্ডিজ। ৫৮ রানে অপরাজিত ক্যাম্পবেল, ২৬ রানে সঙ্গী ব্লাকউড। তৃতীয় দিন ৯ রানে তিন ক্যারিবীয় ব্যাটারকে ফিরিয়ে চমক দেখালেও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিতে পারেননি টাইগার বোলাররা। দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে উইন্ডিজদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮৪ রানের। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১০৩ রানের জবাবে ২৬৫ করে ওয়েস্ট ইন্ডিজ। ২৪ জুন দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।