গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী
- আপডেট সময় : ০৫:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরকীয়ার জেরে স্ত্রী– স্বামীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, ধোড়ার গ্রামের ফরিদ শেখ দীর্ঘদিন ধরে ঢাকার একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন। এ সময় ফরিদ শেখের স্ত্রী মুক্তা বেগম একাধিক ব্যক্তির সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। এর জেরে ফরিদ শেখকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় সকালে ফরিদ শেখ মারা যায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম খান নামের এক পোলট্রি ফার্ম ব্যবসায়ী নিহত হয়েছে। তার স্ত্রী রুপালি বেগম জানায়, রাতে পাঁচজনের একটি দল বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরাতে থাকা স্বর্ণলংকার ও নগদ টাকা লুট করে তারা। যাওয়ায় সময় তার স্বামী বাঁধা দিলে তাকে ছুরিকাঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার খানপুর তাতিপাড়া এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর বাড়ি থেকে গৃহ পরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।