ফতুল্লায় সেলিম চৌধুরী হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় সেলিম চৌধুরী হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদলত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশে দেয়া হয়েছে।
দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এ আদেশ দেন। অন্য আরেক ধারায় তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় হওয়ায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ মামলায় সোলেমান মিয়া ও মোহাম্মদ আলী হোসেনকে খালাস প্রদান করে আদালত।