টানা ২০ দিন পর দেশে করোনা সংক্রমিত হয়ে একজন মারা গেছেন
- আপডেট সময় : ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
টানা ২০ দিন পর দেশে করোনা সংক্রমিত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৩২ জন। সবশেষ গত ৩০ মে মারা যান একজন। সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এরই মধ্যে শনাক্তের হার বেড়ে ১০ শতাংশ ছাড়িয়েছে।
সবশেষ মৃত্যুবরণকারী ব্যক্তির বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৮৭৩ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জন। একদিনে সুস্থ হয়েছেন ৯২ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৪৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ২৮টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৩২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।