মঙ্গলবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
দীর্ঘ বিরতি কাটিয়ে মঙ্গলবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। প্রথম দিন মাঠে নামবে চার দল। বিগ ম্যাচে শেখ জামালের মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র।
অপর ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ রহমতগঞ্জ। দুটি ম্যাচই শুরু হবে বিকেল ৪টায়। ১৩ মে চট্টগ্রাম আবাহনী ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে বিরতিতে যায় লিগ। প্রায় ছয় সপ্তাহ পর মাঠে ফিরছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর। এবারের মৌসুমে উড়ছে বসুন্ধরা। ১৫ রাউন্ড শেষে ৩৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। দ্বিতীয়স্থানে থাকা ঢাকা আবাহনীর চেয়ে ৯ পয়েন্ট বেশি। রহমতগঞ্জের বিপক্ষেও ফেভারিট হয়ে মাঠে নামবে বসুন্ধরা কিংস। শিরোপা রেসে আছে শেখ জামালও। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে ধানমন্ডির ক্লাবটি। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের আটে প্রতিপক্ষ শেখ রাসেল।