অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশকারী চার বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ
- আপডেট সময় : ১১:৩৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশকারী চার বাংলাদেশী ও চার পাকিস্তানী নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। আটকের একটি ভিডিও দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
জোহান্সবার্গের ওআর টাম্বো বিমানবন্দরে ফায়ার হাইড্রেন্টের মধ্য দিয়ে নিরাপত্তা এড়ানোর চেষ্টা করেছিলেন আটককৃতরা। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, বুধবার দোহা হয়ে কাতারের একটি ফ্লাইটে তারা জোহান্সবার্গ ওআর টাম্বো এয়ারপোর্টে পৌঁছায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যারন মোতসো আলেদি জানান, অবৈধভাবে আসা বিদেশী নাগরিকরা ওআর টাম্বো বিমানবন্দরের মাধ্যমে দেশে প্রবেশের জন্য এসওয়াতিনি ও মোজাম্বিকের রুট ব্যবহার করে। অবৈধভাবে দেশটিতে প্রবেশে ইচ্ছুক বিদেশি নাগরিকদের সঙ্গে কাজ করে এমন ব্যক্তি ও সিন্ডিকেটগুলোকে শাস্তি আওতায় আনতে বিশেষ বাহিনী কাজ করছে বলে জানায়, দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।