ফ্রান্সের তুলুজ শহরে হয়ে গেল ১৩০ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক ভাষা ও সংস্কৃতি মেলা
- আপডেট সময় : ১১:৪৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
ফ্রান্সের গোলাপী শহর খ্যাত তুলুজ শহরে হয়ে গেল ১৩০টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক ভাষা ও সংস্কৃতি মেলা। মেলায় বরাবরের মতো এবারও ভিনদেশীদের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরে তুলুজের বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন। এছাড়া মেলার মুক্ত মঞ্চে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনাও তুলে ধরা হয়।
১৯৯২ সাল থেকে তুলুজের স্থানীয় সিটি কর্পোরেশন ও সাংস্কৃতিক সংগঠন ‘কাখফোর আর্নো বার্নাড’ ২ দিনব্যাপী এ আন্তর্জাতিক মেলার আয়োজন করে আসছে। বিভিন্ন দেশে ঐতিহ্য, ইতিহাস ভাষা ও সাংস্কৃতিক তুলে ধরতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিনা মূল্যে স্টল প্রদান করা। এর পাশাপাশি মেলায় থাকে মুক্ত মঞ্চ যেখানে নিজ-নিজ দেশের সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।
ফ্রান্সের প্যারিসের পরেও সবচেয়ে বাংলাদেশীর বসবাস দক্ষিণ ফ্রান্সে তুলুজ শহরে। দীর্ঘ দেড় যুগ ধরে আন্তর্জাতিক ভাষা ও সংস্কৃতি মেলায় অংশগ্রহন করছে বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজ। ফলে ফ্রান্সের এই শহরটিতে ব্যাপক পরিচিতি লাভ করেছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতি ও ভাষা।
২৮ তম এবারে মেলায় বাংলাদেশের স্টলে ছিল বাংলা বর্ণমালা, ৫২’র ভাষা আন্দোলন থেকে ৭১’এর মুক্তিযুদ্ধ সম্বলিত বিভিন্ন তথ্য চিত্র। মেলায় ঘুরতে আসেন শিশু ও মহিলারা। বললেন ভাষার গুরুত্ব জানাতেই শিশুদের নিয়ে আসা।
দুপুর ১২ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত মেলার মুক্তমঞ্চে চলে নিজ নিজ দেশের সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। মেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিনিটির নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা।