প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা সফর করেছেন
- আপডেট সময় : ১২:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৮৪০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা সফর করেছেন। হেলিকপ্টারযোগে বন্যা উপদ্রুত সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলা পরিদর্শন করেন তিনি।
সকাল সাড়ে ৮টায় ঢাকার পুরনো এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রায় দু’ঘণ্টা ধরে পরিদর্শনের পর সকাল ১০টার দিকে হেলিকপ্টারে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সিলেট সার্কিট হাউজে গিয়ে প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দুর্গতদের পুনর্বাসনের বিষয়ে ‘মতবিনিময় সভায়’ অংশ নেন। সভায় প্রধানমন্ত্রী ত্রাণ কার্যক্রম, উদ্ধার তৎপরতা ও অন্যান্য বিষয়ে সার্বিক দিকনির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। টানা ভারি বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ উত্তরের জেলাগুলোন বন্যা মারাত্মক আকার ধারণ করছে। এরই মধ্যে সিলেট-সুনামগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। বর্তমানে লাখ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আটকে আছে।