সাড়ে ১১ ঘণ্টা পর মাঝিকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সাড়ে ১১ ঘণ্টা পর মাঝিকান্দি-শিমুলিয়া রুটে সকাল থেকে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর মাঝিকান্দি এবং মুন্সীগঞ্জের মাওয়া শিমুলিয়া নৌপথে তীব্র স্রোতের কারণে টানা সাড়ে ১১ ঘণ্টা বন্ধ ছিল। আজ সকাল ৬টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়। বিআইডব্লিটিসি’র মাঝিরঘাট কার্যালয়ের ব্যবস্থাপক জানান, দুর্ঘটনা এড়াতে রবিবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এবং সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এদিকে, ফেরি বন্ধ থাকায় মাঝিকান্দি ঘাট এলাকায় যাত্রীবাহী বাসসহ পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে। বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী, চালক ও যানবাহনের শ্রমিকরা।