রাত ৮টার পর মার্কেট ও বিপণী বিতান বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা-বাণিজ্য
- আপডেট সময় : ০২:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
রাত ৮টার পর মার্কেট ও বিপণী বিতান বন্ধে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সারাদেশের ব্যবসায়ীরা। তাদের দাবি, একারণে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা-বাণিজ্য।
সন্ধ্যার পর দোকান বন্ধের সিদ্ধান্তকে করোনা পরবর্তী ঘুরে দাঁড়ানোর সময়ে মরার ওপর খাড়ার ঘা বলে মনে করছেন তারা। সিদ্ধান্ত পুণর্বিবেচনার আহবান জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। ব্যবসায়ী নেতারা বলছেন, বিকল্প ব্যবস্থা না করে শুধু বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মার্কেট বন্ধের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে জাতীয় অর্থনীতি। সরকারী নির্দেশনা মানতে গিয়ে বিপাকে পড়েছেন কুষ্টিয়ার সাধারণ ব্যবসায়ীরা। সময় মতো ব্যবসা করতে না পারায় লোকসানের কবলে পড়ে পথে বসার আশংকা করছেন তারা।
শপিং মলসহ দোকানপাট বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবী জানিয়েছেন কক্সবাজারের ব্যবসায়ীরা। অন্যথায় সামনের ঈদুল আজহা উপলক্ষে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকায় রয়েছেন তারা।