মাদক মামলায় সিরাজগঞ্জে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মাদক মামলায় সিরাজগঞ্জে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ও দায়রা জজ আদালত।
দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির এ রায় দেন। ৮৫৬ গ্রাম হেরোইন রাখার মামলায় বাসের চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের আগষ্টের ২৯ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার চড়িয়ায় অভিযানে নাটোর থেকে ঢাকাগামী রিফাত পরিবহনে তল্লাশী করেন রেব। বাসটির ড্রাইভার ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে বাসের বাংকার থেকে ৮৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করে রেব।