গত ৩০ বছরের মধ্যে যুক্তরাজ্যের সবচেয়ে বড় রেল ধর্মঘট শুরু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
গত ৩০ বছরের মধ্যে যুক্তরাজ্যের সবচেয়ে বড় রেল ধর্মঘট শুরু হয়েছে। চাকরি ও মজুরি নিয়ে বিরোধে গতকাল থেকে ধর্মঘট শুরু করেছেন হাজার হাজার কর্মী। এতে বন্ধ হয়ে গেছে অনেক স্টেশন।
ধর্মঘটে অংশ নেয় ৪০ হাজারের বেশি রেলকর্মী। মঙ্গলবার সূর্যোদয়ের আগে থেকেই কর্মীদের ধর্মঘটে রেল চলাচল এবং বড় স্টেশনগুলো অলস হয়ে পড়ে। ধর্মঘটে বন্ধ রয়েছে লন্ডনের আন্ডারগ্রাউন্ড মেট্রোর বড় অংশও। রেল, সমুদ্র ও পরিবহনকর্মী ইউনিয়নের মহাসচিব মিক লিঞ্চ বলেন, ব্রিটিশ কর্মীদের মজুরি বাড়ানো প্রয়োজন। তাদের চাকরির নিরাপত্তা, শালীন শর্ত এবং সাধারণভাবে একটি সমান চুক্তির প্রয়োজন।