বিপিএলে আজ ঢাকা ডার্বি, মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বিপিএলে আজ ঢাকা ডার্বি। ঐতিহ্যের লড়াইয়ে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। কুমিল্লায় ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। মর্যাদার লড়াইয়ে একে অপরকে সমীহ করলেও জয়ের বিষয়ে আশাবাদী দু’দল।
যদিও মৌসুমে এখনো নিজেদের হারিয়ে খুঁজছে সাদা-কালোরা। ১৫ রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে মোহামেডান। বিপরীতে শীর্ষে থাকা বসুন্ধরার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকলেও নির্ভার ঢাকা আবাহনী। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে লেমস শিষ্যরা। ঢাকা ডার্বি জিতে পয়েন্ট ব্যবধান কমাতে চায় আকাশী-নীলরা। পেশাদার লিগ চালু হওয়ার পর দু’দলের দ্বৈরথ পাচ্ছে বাড়তি মাত্রা। যদিও দু’দলের পরিসংখ্যানে এগিয়ে আবাহনী। ২৮ দেখায় আবাহনীর ১৩ জয়ের বিপরীতে মাত্র ৫টায় জিতেছে সাদা-কালোরা। এদিকে, দিনের অন্য ম্যাচে বারিধারার মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ।