সাতক্ষীরায় শ্বশুরকে কুপিয়ে হ*ত্যার ঘটনায় জামাতাসহ পাঁচজনের নামে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামে শ্বশুরকে কুপিয়ে হত্যার ঘটনায় জামাতাসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
গেল রাতে নিহত আজগার আলীর ছেলে মিজানুর রহমান বাদি হয়ে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের আবুজার হোসেন, আলাউদ্দিন ও তার বাবা মুজিবর রহমান। জানা যায়, আজগার আলীর মেয়ে শিল্পী খাতুনকে যৌতুকের দাবিতে প্রায়ই নির্যাতন করা হতো। ১০ দিন আগে বাপের বাড়িতে গিয়ে তালাকনামা পাঠিয়ে দেয়।এতে ক্ষুব্ধ সালাহউদ্দিন তার বন্ধু আবুজারকে নিয়ে গত রাত ১টার দিকে ঘুমিয়ে থাকা শ্বশুর আজগার আলীকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ভোরে খুলনা হাসপাতালে মারা যান তিনি। দেবহাটা থানার ওসি জানান, নিহতের ছেলে মামলা দায়ের করেছেন।