চট্টগ্রাম-কলকাতা রুটের গ্রীন লাইন বাস থেকে ১০টি সোনার বার উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-কলকাতা রুটের গ্রীন লাইন পরিবহনের একটি বাসের সিটের নীচে পরিত্যক্ত অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানায়, ভারতে স্বর্ণ পাচারের জন্য চট্রগ্রাম থেকে গ্রীন লাইনের একটি পরিবহন বেনাপোলের উদ্দেশ্যে ছাড়ে। এ সংবাদের ভিত্তিতে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তল্লাশি করে সিটের নীচ থেকে ১০টি সোনার বার পাওয়া যায়। তবে এর কোন মালিক সনাক্ত করা যায়নি। স্বর্ণের দাম প্রায় ৬৫ লক্ষ ৮৭ হাজার ছ’শ টাকা। দুপুরে বেনাপোল চেকপোস্ট বাস টার্মিনাল থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।