কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলার রায়ে ৬ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ডাদেশ
- আপডেট সময় : ০৮:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলার রায়ে ৬ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গোপালগঞ্জের মুকসুদপুরে হত্যা মামলায় আসামী সুকন্ঠ শাখারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় দেন। ২০১৬ সালের ২২ মার্চে কুড়িগ্রাম জেলা শহরের গড়ের পাড় এলাকায় মুসলিম থেকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হয় মুক্তিযোদ্ধা হোসেন আলী। ওঁৎ পেতে থাকা জঙ্গিরা এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে, হোসেন আলীর ছেলে রাহুল আমিন আজাদ মামলা করেন।
গোপালগঞ্জের মুকসুদপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দীন এক হত্যা মামলায় সুকন্ঠ শাখারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০০৭ সালের ১১ মে মুকসুদপুরের দক্ষিণ জলিরপাড়ের নারায়ণ শাখারীর সাথে ফল পাড়াকে কেন্দ্র সুকন্ঠ শাখারীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নারায়ান শাখারীকে গুরুতর আহত করে।পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নারায়ন।