পদ্মা সেতুতে শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চল নয়, পাল্টে যাবে উত্তরাঞ্চলের অর্থনীতিও
- আপডেট সময় : ০৯:০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
পদ্মা সেতুতে শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চল নয়, পাল্টে যাবে উত্তরাঞ্চলের অর্থনীতিও। বাড়বে ব্যবসা-বাণিজ্য। পদ্মা সেতু চালুর সংবাদে আনন্দে ভাসছে উত্তরাঞ্চলও। আশায় বুক বাঁধছেন ঝিনাইদহের কৃষকেরা। পরিবহণ ব্যবস্থা সহজ হওয়ায় সবজি, ফুল, পেঁয়াজসহ কৃষিপণ্যর ভালো দাম পাবার আশা তাদের। পাশাপাশি লাভবান হবেন ব্যবসায়ীরাও।
চালু হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ফলে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার যোগাযোগ আরো সহজ হবে। উত্তরাঞ্চলের মৎস্য,কৃষি, কুটির শিল্প, কৃষি যন্ত্রাংশসহ সব পণ্য সহজেই পৌঁছে যাবে দক্ষিণাঞ্চলে।
সেতু চালু হওয়ায় সংবাদে উত্তরাঞ্চলের মানুষ এখন আনন্দে ভাসছে।সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সেতুর টোল হার পুনর্বিবেচনার দাবি জানান চেম্বার অব কমার্সের এই নেতা।জাতীয় প্রবৃদ্ধি অর্জনে পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের মানুষের।
এদিকে, সীমান্তবর্তী কৃষি নির্ভর জেলা ঝিনাইদহে সব ধরনের সবজি, পেঁয়াজ, ফুলসহ নানা কৃষিপণ্য উৎপাদন হয়। যা জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে।
শনিবার পদ্মা সেতুর উদ্বোধনের খবরে নতুন আশায় বুক বেঁধেছে জেলার কৃষক ও ব্যবসায়ীরা। কৃষকরা জানান, এতদিন জেলার উৎপাদিত সবজি, ফুল ঢাকায় পাঠাতে সময় লাগতো ৮ থেকে ১০ ঘন্টা। ফেরি পারাপারে দেরি হওয়ায় অনেক সময় নষ্ট হতো ফুলসহ বিভিন্ন কৃষিপণ্য। এতে ব্যবসায়ীদের পাশাপাশি লোকসান গুণতেন কৃষকরাও।পদ্মা সেতু চালু হলে দ্রুত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে পণ্য। এতে লাভের পাশাপাশি ভালো দামের আশা করছে তারা। সরকারের এই উন্নয়নকে সাধুবাদ জানিয়ে জেলাকে রেলসেতুর সাথে সংযুক্ত করার দাবী তাদের।
ব্যবসায়ী নেতারা বলছেন, কৃষক ও ব্যবসায়ীদের লোকসান এড়াতে সেতু চালুর পাশাপাশি সড়ক রাখতে হবে যানজটমুক্ত।
কৃষি বিভাগ ও ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে, পদ্মা সেতুর কারণে জেলার ৬ উপজেলার প্রায় সাড়ে ৪ লাখ কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাভবান
হবেন।