গাইবান্ধায় বন্যায় চারটি উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল গুলোর নিম্নাঞ্চল প্লাবিত
- আপডেট সময় : ০৩:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
গাইবান্ধায় বন্যায় চারটি উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল গুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত সাত দিন ধরে পানি বন্দি রয়েছে কয়েক লক্ষ মানুষ। অনেকে বাড়িঘর ছেড়ে উচু স্থানে আশ্রয় নিয়েছে। তবে বেশির ভাগ পরিবার ছাড়েনি তাদের বাড়ি ঘর। ফলে পানিবন্দি অবস্থায় দিন পার করছেন তারা। এই সব পরিবারের মধ্য দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট।
গত কয়েকদিন থেকে অবিরাম পানি বৃদ্ধির ফলে ঘাঘট ও ব্রক্ষপুত্র নদী, তীরবর্তী, চর ও দীপচর গুলো পানির নিচে তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে চার উপজেলার লক্ষাধিক মানুষ। দেখা বোঝার উপায় নেই কোনটি সড়ক ও কোনটি নদী। কোমর পানি পার হয়ে যেতে হচ্ছে গন্তব্যে।
কয়েকদিন ধরে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে বন্যা কবলিত এলাকার পরিবারগুলো চরম দুর্ভোগ পোহাচ্ছে। সরকারী ভাবে সহযোগীতা না পাওয়ার অভিযোগ করেন অনেকে।
এদিকে বন্যা দূগর্ত এলাকায় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। এসময় তিনি বন্যার্ত এলাকায় সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।
বন্যা দূর্গত এলাকার পরিবার গুলোর সাহায্যে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান গুলো এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সবার।