ফরিদপুরে ব্যবসায়ীকে হত্যা করে ৬ লাখ টাকা লুট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ফরিদপুরের কৃষ্ণনগরের ইউনিয়নের গাবির বিলের ভিতর থেকে এক কাঁচামাল ব্যবসায়ী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম শরীফ শেখ। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে কাঁচামাল এর ব্যবসায়ী ছিলেন। তবে পরিবারের দাবি তার কাছে থাকা ৬ লাখ টাকা নিয়ে যাওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে। কৃষ্ণ নগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা জানান, নিহত কাঁচামাল ব্যবসায়ী শরীফ শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা গাবির বিলে তার মরেদহ দেখে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত শরীফের মাথায় তিনটি আঘাতের চিন্হ রয়েছে। এদিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।