বন্যায় সিলেটে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের
- আপডেট সময় : ০৬:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বন্যায় সিলেটে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষক। হারিয়েছে গবাদিপশু, তলিয়েছে ফসলের মাঠ। বিভাগীয় কৃষি অফিস জানায়, ৯০ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। তালিকা অনুযায়ী ৩০ হাজার কৃষককে বীজ ও সার দেয়া হবে। তবে, সবাই পাবে কিনা তা নিয়ে শঙ্কা জানায় প্রকৃত কৃষক।
চার দিকে শুধুই পানি আর পানি.. দেখে মনে হতে পারে নদী। বাস্তবতা এটি কৃষকের ফসলের জমি। বন্যার পানি তলিয়ে দিয়েছে কৃষকের স্বপ্ন। গত কয়েকদিনের বন্যা এবং ভারতের উজান থেকে পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে সিলেট বিভাগের প্রায় এক লাখ হেক্টরের বেশি কৃষি জমি।
চারদিকে থইথই পানি দেখে নির্বাক সিলেট অঞ্চলের কৃষকরা। বলছেন সব হারিয়ে ঘুরে দাঁড়ানো কঠি হয়ে দাঁড়াবে।
সরকারের পর্যাপ্ত প্রনোদনা না পেলে কৃষি কাজ ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাওয়ার কথা ভাবছেন কেউ কেউ।
সিলেট বিভাগীয় কৃষি কর্মকর্তা বলছেন, ক্ষতিগ্রস্থ কৃষকেদের তালিকা করে প্রনোদনা দেয়ার ব্যবস্থা করছে সরকার।