শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জাকারিয়া পিন্টু আটক
- আপডেট সময় : ১০:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জাকারিয়া পিন্টুকে আটক করেছে রেব। ২০১৯ সালে রায় ঘোষণার পর তিনি আত্মগোপনে ছিলেন। রেবের একটি দল কক্সবাজারের টেকনাফ থেকে পিন্টুকে আটক করেছে বলে সংবাদ সম্মেলনে জানান, রেবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
১৯৯৪ সালে দিনাজপুরে যাওয়ার সময় পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা ও গুলি চালিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ৩ জুলাই জাকারিয়া পিন্টুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর ভারতসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে জাকারিয়া পিন্টুকে গ্রেফতারের বিস্তারিত তুলে ধরেন রেব পরিচালক। তিনি বলেন, জাকারিয়া পিন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদীতে ট্রেনে গুলি ও বোমা হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু তার বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকার কথা স্বীকার করেছেন বলে জানান রেবের মুখপাত্র।
জাকারিয়া পিন্টু পাবনা-ঈশ্বরদী অঞ্চলে চরমপন্থি দলের প্রভাবশালী নেতা ছিলেন। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে রাজনৈতিক পরিচয় স্পষ্ট হবে বলেও মনে করেন কমান্ডার খন্দকার আল মঈন।