পদ্মা সেতু দিয়ে পিকআপ কিংবা ট্রাকে করে আরোহী বিহীন মোটরসাইকেল পরিবহন করা যাবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
পদ্মা সেতু দিয়ে পণ্য হিসেবে পিকআপ কিংবা ট্রাকে করে মোটরসাইকেল পরিবহন করা যাবে। কিন্তু মোটরসাইকেলের মালিক সাথে যেতে পারবেন না।
এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন। উদ্বোধনের দিনে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং বাইকারদের বিশৃঙ্খল আচরণের কারণে সোমবার ভোর থেকে সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয়া হয়। এমনকি পিকআপে করে মোটরসাইকেলও নিতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে বিপাকে পড়েন অনেকে। অনেকে পথ পাল্টে ফেরিতে পার হন প্রমত্তা পদ্মা। নিয়ম মেনে সেতু পারাপারে উদ্বুদ্ধ করতে চলছে মাইকিং। সেই সাথে টহল জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী।