টেবিল টেনিস ডিসিপ্লিন দিয়ে শুরু হবে বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দেশের ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন বিএসজেএ–দ্বিতীয়বারের মতো স্পোর্টস ফেস্টিভ্যাল আয়োজন করেছে। আগামী ৩০ জুন টেবিল টেনিস ডিসিপ্লিন দিয়ে খেলা শুরু হবে।
এবারের আসরে মোট ৭টি ইনডোর স্পোর্টিং ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেগুলো হল, টেবিল টেনিস, ক্যারাম,দাবা, সাঁতার, শুটিং, আরচ্যারি ও কলব্রীজ। টেবিল টেনিস ও ক্যারম ডিসিপ্লিনে একক ইভেন্টের পাশাপাশি থাকছে ডাবল ইভেন্টও। সপ্তাহব্যাপী এই কার্নিভালের আরচ্যারি ও শুটিং অনুষ্ঠিত হবে হকি স্টেডিয়ামে। আর সাতার অনুষ্ঠিত হবে আইভি রহমান সুইমিং পুলে। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অধীকারীর জন্য থাকবে ট্রফি ও আর্থিক পুরষ্কার। সব ইভেন্টের স্কোরের ভিত্তিতে দেয়া হবে দ্যা বেস্ট ট্রফি পুরস্কার।