মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের পলাতক শফি উদ্দিনের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০২:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের শফি উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আরও তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেয়।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়, হবিগঞ্জের লাখাই উপজেলার মাওলানা মো. শফি উদ্দিনকসহ পাঁচ জনের বিরুদ্ধে।
২০১৮ এর ২১ মার্চ এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।
গত ১৭ মে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষায় রাখে।
চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড ও একজনকে খালাস দেয়।
এ রায়ে ন্যায়বিচার পাননি বলে জানান, আসামিপক্ষের আইনজীবী।
আসামিদের মধ্যে শফি উদ্দিন ও সাব্বির আহমেদ এখনও পলাতক রয়েছেন।