নড়াইলের পুরুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন নিহত
- আপডেট সময় : ০২:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নড়াইলের পুরুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কামরুল শেখ নামে একজন নিহত হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ীতে মাদকাসক্ত প্রতিবেশির দায়ের কোপে মৃত্যু হয়েছে এক নববধূর।
পুরুলিয়া মসজিদ কমিটির হিসাব ও একটি হাঁস চুরির টাকা নিয়ে বিরোধের জেরে, প্রতিপক্ষ কামরুল শেখ ও তার ভাইদের বাড়িতে হামলা করে।
এতে আহত হন কামরুল ও তার ভাইসহ ৬ জন। আহতদের নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়ীতে মাদকাসক্ত প্রতিবেশির দায়ের কোপে দিতি নামে এক নববধূ নিহত হয়েছে।
গত রাত সাড়ে নয়টার দিকে ঘাতক রহুল আমিন তার ভাবি রাহেলাকে নিয়ে দিতিদের বাড়িতে যায়।
এসময় দিতি দরজা খোলার সাথে সাথেই রহুল আমিন দা দিয়ে দিতির মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। পরে, পুলিশ তাকে আটক করে। তারা জানায়, রহুল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।